কেপটাউনে তৃতীয় টেস্ট (Third Test) চলাকালীন বিরাট কোহলি (Virat Kohli) ও টিমের দুই ক্রিকেটারের কটূ মন্তব্য নিয়ে টিমকে ওয়ার্নিং দিলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। স্টাম্প মাইকে ভারতীয় ক্রিকেটারদের মন্তব্য নিয়ে জবাব দিয়েছে দক্ষিণ আফ্রিকার সম্প্রচার সংস্থা সুপারস্পোর্ট।
প্রযুক্তি ব্যবহার নিয়ে বিরাটদের প্রশ্নে সম্প্রচার সংস্থা জানায়, "হক আই একটি স্বাধীন সংস্থা। যা দীর্ঘদিন ধরেই আইসিসি (ICC) অনুমোদিত একটি প্রযুক্তি। ডিআরএসে যার ভূমিকা অপরিহার্য। সুপারস্পোর্ট হক-আইকে নিয়ন্ত্রণ করে না।"
আরও পড়ুন: সিরিজ হেরে ব্যাটারদের ব্যর্থতাকেই দায়ি করলেন অধিনায়ক কোহলি
স্টাম্প মাইকে বিরাট ও টিমের দুই সদস্যের এই মন্তব্যে সমালোচনা করেছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট ও শেন ওয়ার্ন। বিরাটের সমালোচনা করেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও। শুক্রবার বিরাটের বিরুদ্ধে মুখ খোলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও।
ডিন এলগারের এলবিডব্লিউয়ের আবেদন ডিআরএসে নাকচ হয়ে যায়। তা নিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে টিম ইন্ডিয়া। স্টাম্প মাইকে ধরা পড়ে বিরাট, কেএল রাহুল ও অশ্বিনের মন্তব্য।