বৃষ্টিতে বাতিল হয়ে গিয়েছে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। টিম ইন্ডিয়া ব্যাট করলেও ভেস্তে গেছে পাকিস্তানের ব্যাটিং। দ্বিতীয় ইনিংসে খেলাই শুরু করা যায়নি। কলোম্বোতেও টানা বৃষ্টি চলছে। এই পরিস্থিতিতে এশিয়া কাপের সুপার ফোরের সব ম্যাচ সরিয়ে দেওয়া হতে পারে।
সুপার ফোরের পাঁচটি ম্যাচ ও ফাইনাল হওয়ার কথা কলোম্বোতে। বৃষ্টিতে সেটা সম্ভব হচ্ছে না। সুপার ফোরের খেলা তাই পাল্লেকেলে ও ডাম্বুলাতে করার কথা ভাবছে এশিয়া কাপের আয়োজকরা। ক্যান্ডিতে সোমবার ফের নামবে ভারত ও নেপাল। সেই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা আছে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে একহাত নিয়েছেন পিসিবির প্রাক্তন চেয়ারম্যান নাজম শেট্টি। তিনি জানিয়েছেন, এশিয়া কাপ পাকিস্তানে আয়োজনের কথা ছিল। ভারত রাজি হয়নি যেতে। প্রাক্তন পিসিবি চেয়ারম্যান জানান, সংযুক্ত আরব আমিরশাহিতে করলে এই সমস্যায় পড়তে হত না।