দীর্ঘদিন ভিসা টালবাহানার পর ভারতে পা রেখেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দিলেন পাক ক্রিকেটাররা। সেই ট্রেনিং চলাকালীন টুইট করেন পাক ক্রিকেটার ফখর জামন। লেখেন, "হ্যালো ভারত"। তাঁর এই টুইট ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি G20 সম্মেলনে ইন্ডিয়ার পরিবর্তে ভারত নাম ব্যবহার করা হয়। এই নিয়ে বিতর্ক কম হয়নি। ফাখর জামনের এই টুইট নিয়ে তাই চর্চা ক্রিকেটমহলে। আগামী ৬ অক্টোবর রাজীব গান্ধী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ১০ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে এই মাঠেই প্রস্তুতি ম্যাচে নামবেন বাবররা। ১৪ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। আহমেদাবাদে তাঁদের প্রতিপক্ষ রোহিত-বিরাটরা।