মুম্বই ক্রিকেটে রোহিত যুগের অবসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাদের নতুন নেতা হার্দিক পান্ডিয়া। শুক্রবারই এই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আর এই সিদ্ধান্তের পরেই কিন্তু মিশ্র প্রতিক্রিয়া মুম্বইয়ের ক্রিকেট মহল্লায়। প্রাক্তনরা তো বটেই, এমনকী নতুন নেতা নির্বাচনের সিদ্ধান্তকে সরাসরি মানতে পারছেন না সূর্য কুমার যাদবের মত দলের সিনিয়ার ক্রিকেটাররা।
এটা ঠিক যে, বিশ্বকাপ পরবর্তী ভারতীয় ক্রিকেটে সাদা বলে রোহিতের বদলি হিসাবে নেতৃত্ব এখন সূর্যর কাঁধে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়। তারপর দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজে সমতা ফেরানো। এই সবই সূর্যর নেতৃত্বে। অনেকেই মনে করছেন, যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিতে পেরেছে, সেখানে কেন সূর্যর উপর দায়িত্ব দেওয়া থেকে পিছিয়ে এল মুম্বই ?
আসলে, এই মরশুমে হার্দিকে মুম্বইয়ে ফিরিয়ে আনার পিছনেই ছিল অধিনায়ক করার কৌশল। সেই কারণেই মুম্বইয়ের কর্তা মাহেল জয়বর্ধণে জানিয়েছেন, এটাই মুম্বইয়ের ক্রিকেটের দস্তুর। ব্যাটন এগিয়ে নিয়ে যেতে হবে। ভুলে গেলে চলবে না, একদিন রিকি পন্টিংয়ের থেকেই মুম্বইয়ের ব্যাটন হাতে তুলে নিয়েছিলেন রোহিত শর্মা। তারপর পাঁচবার আইপিএল জয়ের নজির। শুক্রবার যা অতীত হয়ে গেল।