IPL Auction 2022: আইপিএলে নিলাম চলাকালীন সংজ্ঞা হারালেন সঞ্চালক হিউ এডমিডেস (Hugh Edmeades)। নিলাম চলাকালীন, হঠাৎ করেই মাটিতে পড়ে যান তিনি। সেই সময় শ্রীলঙ্কার ক্রিকেটার ওয়ানিন্দু হাসরঙ্গরের বিডিং চলছিল। এই ঘটনার পরই নিলাম স্থগিত করা হয়।
হঠাৎ করে কীভাবে এই অসুস্থতা, তা জানা যায়নি। তৎক্ষনাৎ মেডিকেল টিম এসে পরীক্ষা করেন তাঁর। নিলামে উপস্থিত ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিরা জানিয়েছেন, সঞ্চালক হিউ এডমিডেস এখন ঠিক আছেন।
আরও পড়ুন: বেঙ্গালুরুতে আইপিএলের নিলাম, ১২.২৫ কোটি টাকায় কেকেআরে শ্রেয়স আইয়ার
এই ঘটনার পরেই তাড়াতাড়ি লাঞ্চ ব্রেক ঘোষণা করা হয়। লাঞ্চের পর ফের শুরু আইপিএলের মেগা নিলাম।