ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ইতিমধ্যেই সিরিজ জিতে গিয়েছে ভারত । ধর্মশালায় চলছে নিয়মরক্ষার ম্যাচ ।যদিও ভারতের জন্য গুরুত্বপূর্ণ । তবে,পঞ্চম টেস্টেও বেশ চাপে রয়েছেন ইংরেজরা । ভারতীয় স্পিনারদের সামনে কার্যত ধরাশয়ী ইংল্যান্ডের ব্যাটিং । এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার টিম পাইন । বললেন, ইংল্যান্ডকে হারতে দেখে ভাল লাগছে তাঁর । সেইসঙ্গে ভারতীয় দলেরও প্রশংসা করেছেন তিনি ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পেইন বলেন, 'আমি ভালো করেই জানি যে ভারতের বি টিমের হাতে পরাজিত হলে কেমন লাগে । যদিও দুর্ভাগ্যবশত আমাদের সঙ্গে আমাদের দেশের মাটিতেই এমনটা ঘটেছে । তবে , বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলেনি ভারতের । যেটা ইংল্যান্ডের অনেক কাজে আসত । ইংল্যান্ডকে এভাবে খেলতে দেখে আমার খুব ভালই লাগছে । আমার ওদের হারতে দেখেও খুব ভাল লাগছে । কেউ খারাপভাবে নেবেন না, তবে ওরা আনন্দ দিচ্ছে ।'
ভারতের প্রশংসা করে পেইন জানান, ভারতীয় বি দলের বিপক্ষে খেলছে ইংল্যান্ড, যেখানে কোহলি নেই, শামি নেই, কে এল রাহুল নেই । কিন্তু, ভারতীয় ক্রিকেটে গভীরতা প্রকাশিত হচ্ছে । বিশেষ করে ভারতীয় ক্রিকেট জগতের বড় তারকা হিসেবে নাম উঠে আসছে বেশ কয়েকজনের । সেই তালিকায় তিনি রেখেছেন যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুড়েলদের ।