অক্টোবরেই শুরু মেয়েদের T20 বিশ্বকাপ। বাংলাদেশে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছিল। রাজনৈতিক অস্থিরতায় তা ভেস্তে যায়। এই টুর্নামেন্টের আয়োজক দেশ আরব আমিরশাহি। বিশ্বকাপ শুরুর আগে পুরস্কারমূল্য ঘোষণা করল আইসিসি। আর এবার এক লাফে ১৩৪ শতাংশ পুরস্কারমূল্য বাড়ল মেয়েদেরর ক্রিকেটে। শুধু চ্যাম্পিয়ন টিম নয়, সব স্তরেই পুরস্কারমূল্য বাড়ানো হয়েছে।
গতবার মেয়েদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৮ কোটি ২৩ লক্ষ টাকা। এবার চ্যাম্পিয়ন টিম পাবে ২.৩৪ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৯ কোটি ৬০ লক্ষ টাকা। রানার্স টিমও এবার পাবেন ১.১৭ মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় ৯ কোটি ৮০ লক্ষ টাকা।
শুধু ফাইনালিস্ট টিমই নয়। এবার T20 বিশ্বকাপের সব স্তরেই পুরস্কার মূল্য বাড়িয়েছে আইসিসি। সেমিফাইনালে পরাজিত দুই দলও এবার আগের বার থেকে তিনগুণ বেশি আর্থিক পুরস্কার পাবে। দুদলই পাবে ৫ কোটি ৬৫ লক্ষ টাকা করে। গ্রুপ পর্বে জয়ী দল পাবে প্রায় ২৬ লক্ষ টাকা।