T20 বিশ্বকাপের (T20 World Cup 2022) পুরস্কার মূল্য ঘোষণা করল ICC। এবার বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ৪৬ কোটি টাকার বেশি। অক্টোবরে অস্ট্রেলিয়া বসতে চলেছে বিশ্বকাপের আসর।
এবার বিশ্বকাপে জয়ী টিম পাবেন ১৩ কোটি টাকা (Winners Prize। রানার্স টিম পাবে সাড়ে ৬ কোটি টাকা। সেমিফাইনালে উঠলে সেই টিম পাবে সাড়ে ৩ কোটি টাকা। T20 বিশ্বকাপে জয়ী টিমের পুরস্কার মূল্য আইপিএলের থেকে অনেকটাই কম। এবার চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স (Gujarat Titans) পেয়েছে ২০ কোটি টাকা।
আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপ দেখতে কাতার যাচ্ছেন! কোভিড টিকা নিয়ে নয়া নিয়ম জারি
এবার বিশ্বকাপে সুপার ১২ স্টেজ থেকে যেসব টিম বিদায় নেবে, তাঁদের পুরস্কার মূল্য ৫৭ লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে। সুপার ১২ স্টেজে অধিকাংশ দেশই সরাসরি যোগ্যতা অর্জন করেছে। চারটি দল কোয়ালিফিকেশন রাউন্ডে মূল পর্বে উঠবে। ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে T20 বিশ্বকাপ। সুপার ১২ স্টেজের খেলা শুরু হবে ২২ অক্টোবর থেকে।