১ জুন থেকে বদলে যাবে ক্রিকেট। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি ঠিক করেছে, মাঠের আম্পায়াররা আর সফট সিগন্যাল দিতে পারবেন না। অর্থাৎ আউট নিয়ে সংশয় থাকলে তৃতীয় আম্পায়ার সরাসরি সিদ্ধান্ত নেবেন।
ক্রিকেটারদের সুরক্ষা নিয়েও একাধিক বদল এনেছে আইসিসি। বদলে গেল ফ্রি-হিটের কিছু নিয়মও। ৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। নামবে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচ থেকেই শুরু হবে নতুন নিয়ম।
আইসিসি জানিয়েছে, এবার ব্যাটাররা আর হেলমেট খুলতে পারবেন না। শুধু ব্যাটাররা নন, ক্লোজ ফিল্ডার, উইকেটকিপারদেরও হেলমেট পরে থাকতে হবে। আগামী মাস থেকে ফ্রি-হিটের নিয়মেও বদল হচ্ছে। ফ্রি-হিটে বোল্ড হলে, আর রান যোগ হবে না।