দুবার T20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১২ ও ২০১৬ সালের T20 বিশ্বকাপ ফাইনালে তাঁর ব্যাটে বড় রান এসেছিল। মার্লন স্যামুয়েলসকে ৬ বছর নির্বাসিত করল আইসিসি। দুর্নীতিবিরোধী আইনের চার ধারা ভাঙার দোষে দোষী সাব্যস্ত করা হয়েছে স্যামুয়েলসকে।
২০২০ সালের নভেম্বরেই অবসর গ্রহণ করেন স্যামুয়েলস। চলতি বছর ১১ নভেম্বর থেকে তাঁর শাস্তির মেয়াদ শুরু হয়েছে। ২০২৯ সাল পর্যন্ত শাস্তি লাগু থাকবে। অবসর গ্রহণের পরেও স্যামুয়েলসের গায়ে কলঙ্কের দাগ লেগে গেলষ কেরিয়ারের শুরুর দিকেও দুর্নীতি নিয়ে শাস্তি পেয়েছিলেন স্যামুয়েলস।