টি২০ বিশ্বকাপের নিয়মাবলিতে বড় বদল নিয়ে এল আইসিসি। ২০২৪ সালে আয়োজিত কুড়ি-বিশের ক্রিকেট বিশ্বকাপে প্রতিটি দলের কাছেই যোগ্যতা অর্জনের পথ আরও কঠিন হয়ে গেল। কারণ, আইসিসির নয়া নিয়মে বলা হয়েছে, শুধু গ্রুপ পর্বের ম্যাচ জেতা নয়। খেলতে হবে সুপার ৮। ফলে ২০২৪ সালের কুড়ি-বিশের বিশ্বকাপে আরও কঠিন হতে চলেছে লড়াই।
জানা গিয়েছে, ২০২৪ সালের ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল। পাঁচটি করে দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপগুলি থেকে দু’টি করে দল উঠবে সুপার এইট পর্বে। সেখানে আবার দলগুলিকে দু’টি গ্রুপে ভাগ করে দেওয়া হবে। সেখানে ফের একে অপরের মুখোমুখি হবে দলগুলি। লড়াই শেষে সেখান থেকে সেমিফাইনালে উঠবে মোট চারটি দল।
আরও পড়ুন- FIFA World Cup USA Vs Wales : বেলের গোলে স্বস্তি, বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে হার বাঁচাল ওয়ে
ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় হতে চলেছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপের দু’টি, আফ্রিকার দু’টি, এশিয়ার দু’টি দল, আমেরিকার একটি এবং পূর্ব এশিয়ার একটি দল যোগ্যতা অর্জন করবে বলেই খবর।