প্রকাশ্যে এল T20 বিশ্বকাপের লোগো। বৃহস্পতিবার আইসিসি সেই লোগো প্রকাশ্যে আনে। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় হবে বিশ্বকাপ।
বৃহস্পতিবার একটি ভিডিয়ো প্রকাশ্যে আনে আইসিসি। সেই ভিডিয়োর মাধ্যমেই লোগো প্রকাশ করা হয়েছে। ব্যাট ও বল হৃদয়ের কতটা কাছাকাছি তা বোঝানো হয়েছে এবারের লোগোতে। সাদার উপর নীল রঙের লোগোটতে T20 এমন ভাবে লেখা, সেটিকেই ব্যাট মনে হচ্ছে। আর দুপাশে রয়েছে হৃদয়ের স্পন্দন। যা বলের প্রতীকী হিসেবে মনে হবে। মেয়েদের T20 বিশ্বকাপেও এই লোগো ব্যবহার করা হবে।
১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হয়ে গিয়েছে। তার ১৮ দিন পরই T20 বিশ্বকাপের লোগো প্রকাশ করল আইসিসি। আগামী বছর ৪ জুন থেকে ছেলেদের বিশ্বকাপ শুরু হবে।