এক লহমায় ফের নিয়ম সংশোধন বিশ্ব ক্রিকেটে। নিয়মের সংশোধন করে আরও কড়া হওয়ার ইঙ্গিত দিল আইসিসি। ডিআরএস, কনকাশন এবং মাঠে ক্রিকেটারদের চোট পরীক্ষার ক্ষেত্রে নিয়মে সংশোধন করা হয়েছে।
আইসিসি জানিয়েছে, গত ১২ ডিসেম্বর থেকে এই সংশোধন কার্যকর হয়েছে। স্টাম্পের ক্ষেত্রে ডিআরএসের বদল হয়েছে। এই ব্যাপারে আবেদন করলে এবার থেকে সাইডভিউ ক্যামেরা থেকেই সিদ্ধান্ত নিতে হবে তৃতীয় আম্পায়রকে।
বোলার আহত হলে পরিবর্তন হিসাবে মাঠে নেমেই বল করতে পারবেন না কোনও বোলার। দেখতে হবে, আহত হওয়ার সময় বোলার বল করছিলেন কীনা। আর এবার থেকে মাঠে এসে চার মিনিটের মধ্যে চিকিৎসা করতে হবে কোনও ক্রিকেটারকে।
কেপটাউনে ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের মধ্যেই এই নিয়ম সংশোধনের কথা জানিয়েছে আইসিসি। যদিও দাবি করা হচ্ছে, তা কার্যকর করা হয়েছে গত বছরের ১২ ডিসেম্বর থেকে।