২ ম্য়াচের জন্য নির্বাসিত শ্রীলঙ্কার T20 টিমের অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। শৃঙ্খলাভঙ্গের জন্য তাঁকে এই শাস্তি দিয়েছে আইসিসি। আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় T20 ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে কটাক্ষ করেন তিনি। নির্বাসনের পাশাপাশি তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে। ৩ ডেমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দুটি T20 ম্যাচে থাকতে পারবেন না হাসারাঙ্গা। এদিকে ওই ম্যাচে শৃঙ্খলাভঙ্গের জন্য আফগানিস্তান ও কেকেআরের ব্যাটার রহমানুল্লা গুরবাজেরও শাস্তি ঘোষণা করেছে আইসিসি। তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইপিএল শুরু হতে আর এক মাসও বাকি নেই। সানরাইজার্স হায়দরাবাদ টিমের হয়ে নামার কথা হাসারাঙ্গার। আইসিসি-র এই শাস্তিতে চাপ বাড়ল সানরাইজার্সেরও।