T20 বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ৯ জুন। এই মেগা ম্যাচ হবে নিউইয়র্কে। বিশ্বকাপের গ্রুপও ঘোষণা করল আইসিসি। ভারত-পাকিস্তান ছাড়াও গ্রুপ এ তে আছে আয়ারল্যান্ড, কানাডা এবং আমেরিকা। এই ম্যাচের আয়োজক দেশ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ লিগের ম্যাচে ভারতের প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আগামী ৫ জুন এই ম্যাচ হবে।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলিকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ B-তে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নাম্বিয়া, স্কটল্যান্ড, ওমান। গ্রুপ C-তে রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউ গিনি। আর গ্রুপ ড-তে রয়েছে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ড এবং নেপাল।
আরও পড়ুন - 'বেশি বুদ্ধি খাটাচ্ছেন!', সাংবাদিক বৈঠকে কোন প্রশ্নে চটলেন রোহিত শর্মা
প্রতি গ্রুপ থেকে দুটি করে দল জিতে সুপার এইট পর্বে খেলবে। সুপার এইট পর্বে দুটি গ্রুপে ভাগ করে খেলা হবে। এরপর দুটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। দুটি সেমিফাইনাল হবে যথাক্রমে ২৬ ও ২৭ জুন। আর সেমিফাইনালের দুই দল ফাইনাল খেলবে ২৯ জুন।