বিশ্বকাপে চাপের মুখে বাংলাদেশ (Bangladesh)। নিউ জিল্যান্ডের কাছে হারের পর আরও এক খারাপ খবর। ম্যাচ চলাকালীন চোট পেয়েছেন সেদেশের অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan)। হাসপাতালেও নিয়ে যাওয়া হয় তাঁকে।
ম্যাচ শেষে সঞ্চালকের সঙ্গে কথা বলতে পারেননি শাকিব। তার বদলে আসেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনিনি জানান, চোট পেয়েছেন শাকিব। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্ক্যান করার পরেই সবটা বোঝা যাবে।
আরও পড়ুন - আজ ভারত-পাক ম্যাচ, উত্তেজনায় ফুটছে দেশ, টিম ইন্ডিয়ার জয় কামনা করে চলছে যজ্ঞ
বিশ্বকাপের শুরুতে একটি ম্যাচ জিতলেও পর পর দুটি ম্যাচ হেরে গিয়েছে বাংলাদেশ। প্রথমে ইংল্যান্ড তার পর নিউ জিল্যান্ড। দলে ফলে রীতিমতো হতাশ সমর্থকেরা। এর মধ্যে শাকিবের চোটের কারণে দল বেশ বড়সড় সমস্যার মুখে পড়েছে বলেই মনে করছেন অনেকে।