পুনেতে ভারত-বাংলাদেশ (Ind Vs Bang) ম্যাচে সেরা ফিল্ডার হয়েছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। কিন্তু এই সিদ্ধান্তে মোটেই খুশি নন লোকেশ রাহুল (KL Rahul)। ক্ষোভ উগড়ে দিলেন তিনি। কারণ তাঁর মতে ম্যাচের শেষে ফিল্ডিংয়ের সেরার পদকের দাবিদার তিনি ছিলেন বলেই মনে করেন রাহুল।
তাহলে কি এ নিয়ে গোল বাধল রোহিত শর্মার শিবিরে? না। এমনটা নয়। পুরো ঘটনাটাই ঘটেছে নেহাত মজার ছলে। আর তা ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে বিসিসিআই। যা ভাইরাল হয়েছে মুহূর্তেই।
আরও পড়ুন - মাঠে ক্যাচ নিলেন শুভমান, গ্যালারিতে সারা তেন্ডুলকর, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা
বাংলাদেশের বিরুদ্ধে উইকেট কিপার ব্যাটার লোকেশ রাহুল বাঁ দিকে ঝাঁপিয়ে এক হাতে অনবদ্য ক্যাচ নেন। অসাধারণ ক্যাচ নেন রবীন্দ্র জাডেজাও। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম কাটশট মারার পর দুরন্ত ক্যাচ নেন জাডেজা। দু'জনের ক্যাচই রীতিমতো চর্চিত।