IPL 2022 Eden : বৃষ্টি মাথায় নিয়ে প্লে-অফের জন্য় তৈরি ইডেন, কিং কোহলির ব্যাটের দিকে তাকিয়ে কলকাতা

Updated : May 22, 2022 08:51
|
Editorji News Desk

কালবৈশাখী, ঝড়-জল মাথায় নিয়ে ইডেন তৈরি হচ্ছে আইপিএলে প্লে-অফের জন্য। মঙ্গল ও বুধবার প্লে-অফের দুটি ম্যাচ খেলা হবে কলকাতায়। কিন্তু সমস্যা হল এই দু দিনই বিকেলে ঝড়-জলের পূর্বাভাস আছে হাওয়া অফিসের খাতায়। ম্যাচ যদি না হয়, তাহলে কী হবে ? আইপিএলের নিয়ম অনুয়াযী সন্ধ্য়া সাড়ে সাতটা ম্যাচ শুরু হয়। ফলে ওই সময় থেকে ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই সময়ের মধ্য়ে আবহাওয়া ঠিক হলে, এবং সময়কে মাথায় রেখে কমপক্ষে পাঁচ ওভারের ম্যাচ খেলাতে হবে। যদিও তা-ও সম্ভব না হয়, তা-হলে পয়েন্টের নিরিখে ফাইনালে যাবে দল। এক্ষেত্রে প্রথম ম্যাচ গুজরাত এবং রাজস্থানের। এই পরিস্থিতি যদি প্রথম ম্যাচে হয়, তা-হলে গুজরাত ফাইনালে উঠবে। আর রাজস্থানকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত। এলিমিনেটরের ক্ষেত্রেও একই নিয়ম। এই অবস্থায় আজ কলকাতায় আসছেন কিং কোহলি। কেকেআর নেই, কলকাতা তাকিয়ে বিরাট ব্যাটের দিকেই। 

এদিকে, শনিবারের কালবৈশাখীতে ইডেনের একাংশের সামান্য ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে। ভেঙে গিয়েছে প্রেসবক্সের কাঁচ। তবে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার আশ্বাস, বিপর্যয় সামলে ম্যাচ করবে কলকাতা। এমনকী দর্শকটা যাতে নিশ্চিত ভাবে বাড়ি ফিরতে পারেন, তাও মাথায় রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। যদিও মেট্রো রেল, ওই দিন রাতে বাড়তি ট্রেন চালাবে কীনা, তা এখনও চূড়ান্ত করেনি। 

সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়ের দাবি, কেকেআর নেই, কিন্তু ইডেনে টিকিটের চাহিদা তুঙ্গে। তাঁর মতে বাড়তি টিকিট ছাপানো সম্ভব হলে এই চাহিদা মোটামুটি ভাবে পূরণ হতে পারত।

 

CABEden GardenskolkataIPL 15

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া