১৪ মাস পরে মাঠে ফিরলেন ঋষভ পন্থ। আইপিএল শুরু হওয়ার আগে বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামলেন তিনি। পন্থের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে। নেটে অনুশীলন করতে দেখা গিয়েছে পন্থ।
২৩ মার্চ, আইপিএলের প্রথম ম্যাচে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচেই তাঁরা মুখোমুখি পঞ্জাব কিংসের। সম্প্রতি বোর্ড জানিয়ে দিয়েছে ঋষভ পন্থ NCA-এর থেকে ফিট সার্টিফিকেট পেয়েছে। ব্যাটিং ও উইকেটকিপিংয়ের জন্য তৈরি পন্থ।
২০২২ সালের ডিসেম্বর মাসের পর থেকে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি ঋষভ পন্থ। এবার আইপিএলে তাঁর পারফরম্যান্স দেখে সিদ্ধান্ত নেবে বোর্ড। ভাল ফর্মে থাকতে T20 বিশ্বকাপের দলেও রাখা হতে পারে তাঁকে।