ইদ মুবারক। বুধবার আইপিএল ম্যাচের আগে এখন খুশির হাওয়া চেন্নাই সংসারে। নেতা হিসাবের আবার ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। আর তিনি ফিরতেই চেন্নাইয়ের ভিতরে-বাইরে বদল শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার হোটেলের মধ্যেই গোটা দলকে নিয়ে ইদের খুশিতে মাতলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে ইদ পালন করলেন চেন্নাইয়ের অন্যতম কর্তা কাশী বিশ্বনাথও।
এই আইপিএলে এখনও পর্যন্ত মাঠ এবং মাঠের বাইরে খুব বেশি দেখা যায়নি ধোনি-পত্নী সাক্ষীকে। সোশাল মিডিয়া মিশ করছে জীবার কীর্তি কলাপ। তবে এদিন একঝলক দেখা গিয়েছে দু জনকেই। এছাড়াও ছিলেন ইংরেজ ক্রিকেটার মইন আলি, ক্যারিবিয়ান ক্রিকেটার ডিজে ব্রাভো এবং ভারতীয় ক্রিকেটারদের পরিবারও।
কী ছিল ইদের মেনু ? সে অনেক। সবার কথা মাথায় রেখে রাখা হয়েছিল মটন, চিকেন এবং ভেজ বিরিয়ানি। ছিল মটন এবং চিকেন বেশ কিছু রসনা। আর শেষ পাতে সেমাই। বেশ তৃপ্তি করেই ইদের মেনু উপভোগ করেছেন ক্রিকেটার মুকেশ চৌধুরী থেকে কিউই ক্রিকেটার স্যাটনার।