১৫ বছরের টুর্নামেন্টে এই নিয়ে ১০ বার। নজির গড়ে চেন্নাইকে আইপিএলের ফাইনালে তুললেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০২১ সালের চ্যাম্পিয়নরা গতবছর নবম হয়ে শেষ করেছিলেন। তাই ম্যাচ শেষে ধোনি জানিয়েছেন, স্রেফ আর একটা ফাইনাল বলতে পারছেন না। কারণ, গত এক বছরে দলের উপর দিয়ে অনেক কিছু গিয়েছে। তাই লক্ষ্য এবার আমেদাবাদ। আর এই আমেদাবাদে যাওয়ার আগে গুজরাতকে হারানো পাশাপাশি দুই আম্পায়রকে বোকা বানিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ শেষে গুজরাতের ক্রিকেটার বিজয় শঙ্কর জানিয়েছেন, পাথিরানাকে বল করানোর জন্য, একটা সময় পর্যন্ত কথার ছলে দুই আম্পায়রকে ব্যস্ত রাখলেন ধোনি।
ঠিক কী হয়েছিল চিপকে ? গুজরাত ইনিংসের ১৬তম ওভারে বল করার আগে প্রায় নয় মিনিট মাঠের বাইরে ছিলেন চেন্নাইয়ের ক্রিকেটার পাথিরানা। তাঁকে বল করতে হলে নয় মিনিট অপেক্ষা করতে হত। ক্রিস গ্যাফনি এই সময়ে পাথিরানার বল করার ব্যাপারে আপত্তি জানান। কথা বলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। গুজরাত ক্রিকেটার বিজয় শঙ্কর জানান, ওই সময়ে দুই আম্পায়কে কথা ছলে আটকে দেন ধোনি। চুরি করে নেন বেশ খানিকক্ষণ সময়।
এই সময় ম্যাচ শুরু জন্য অনুরোধ করেন বিজয়ের সতীর্থ রশিদ খান। তাঁকেও ওই গল্পের মধ্যে জুড়ে নেন ধোনি। এরপর তৃতীয় আম্পায়রের থেকে সম্মতি নিয়ে বল করতে যান পাথিরানা। তার তাতেই কেল্লা ফতে।