আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শেষ হয়েছে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। জয়ী অস্ট্রেলিয়া এবং রানার্স আপ টিম পেয়েছে আর্থিক পুরস্কার। বাদ যায়নি অন্য দলগুলিও। জেনে নিন কোন দল কত টাকা করে আর্থিক পুরস্কার পেয়েছে।
বিশ্বকাপে রাউন্ড রবিন পর্বে প্রতিটি ম্যাচের জন্য ৩৩ লাখ টাকা করে দেওয়া হয়েছে। তারপর যে ছটি দল নকআউট পর্বে উঠতে পারেনি তাদের প্রত্যেককে ৮৩ লাখ টাকা করে পেয়েছে। এবং সেমিফাইনাল পর্বে যে দুটি দল হেরেছে তারা পেয়েছে ৬ কোটি টাকা করে। বিজয়ী অস্ট্রেলিয়া পেয়েছে ৩৩ কোটি টাকা এবং রানার্স টিম পেয়েছে ১৬ কোটি টাকা।
বিশ্বকাপ পর্বে সবথেকে বেশি টাকা পেয়েছে অস্ট্রেলিয়া। কারণ গ্রুপ পর্বে তারা ৭টি ম্যাচে জিতেছে তারা। এরপর সেমিফাইনাল এবং ফাইনাল পর্বে জিতে বিপুল পরিমাণ টাকা রোজগার করতে পেরেছে প্যাট কামিন্সের দল।