বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধন হল উইমেন্স প্রিমিয়ার লিগ। শুক্রবারই রয়েছে প্রথম ম্যাচ। যেখানে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক্যাপিট্য়ালস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি, সচিব জয় শাহ, সহ সভাপতি রাজীব শুক্লা সহ অনেকেই। এছাড়াও উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা-অভিনেত্রীরা। উপস্থিত তারকাদের মধ্যে দেখা গিয়েছে শাহরুখ খান, কার্তিক আরিয়ান, শাহিদ কাপুর, বরুন ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা এবং টাইগার শ্রফকে।
দলের নেতৃত্বে কে কে?
গত মরশুমেও মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালের লড়াইয়ের ছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিট্যালস। মুম্বইয়ের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর এবং দিল্লির নেতৃত্বে থাকবেন অস্ট্রেলিয়ার মহিলা জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মেগ ল্যানিং।
২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া WPL এর ফাইনাল হবে ১৭-ই মার্চ। স্টার স্পোর্টস এবং জিও সিনেমা অ্য়াপে সরাসরি ম্যাচ দেখা যাবে।