ভারতীয় দলের ভরসা হয়ে উঠতে পারেননি শুভমান গিল এবং শ্রেয়াস আইয়ার। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওপেনিং ছেড়ে তিন নম্বরে ব্যাট করছেন শুভমান। শ্রেয়াস কবে বড় রান করবেন তা নিয়েও ধন্দে ক্রিকেটপ্রেমীরা। তাই এবার শুভম এবং শ্রেয়াসকে নিয়ে মুখ খুললেন দলের কোচ।
হায়দারাবাদ টেস্টে ভারত হেরে যাওয়ার পরই দলের ব্যাটিং বিভাগ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে শুভমন গিল এবং শ্রেয়াস আইআরকে নিয়ে। এবার সেই বিষয়ে মুখ খুললেন দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।
আরও পড়ুন - ভাল আছেন ভারতীয় ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল, থানায় অভিযোগ দায়ের
এক সাংবাদিক সম্মেলনে বিক্রম জানিয়েছেন, শুভমান এবং শ্রেয়াস খুব দ্রুতই রানে ফিরবেন। তবে, একইসঙ্গে তিনি বলেছেন, তাগিদের সঙ্গে খেলা আর আগ্রাসি ক্রিকেটে মধ্যে তফাৎ রয়েছে। কোচ চান দু'জনেই তাগিদের সঙ্গে খেলুক। স্বাভাবিকভাবেই কোচের এই বক্তব্যের পরেই প্রশ্ন জেগেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে কি এই দুই ব্যাটারের জায়গা সুরক্ষিত নয় দলে?