দুটি ক্যাচ, দু'রকম প্রতিক্রিয়া। যা নিয়ে টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন উঠল। বেশ খানিকটা অসন্তুষ্ট হতেও দেখা গিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।
কী হয়েছিল?
ভারত বনাম ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনে দুটি ঘটনা ঘটে। প্রথমটিতে কুলদীপ যাদবের বলে ওলি রবিনসন ব্যাট চালান। ক্যাচ নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু তিনি নিশ্চিত ছিলেন না। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের অনুরোধ করেন। রিপ্লেতে দেখা যায় রোহিতের অনুমানই ঠিক।
আরও পড়ুন - ৩৫৩ রানে শেষ ইংল্যান্ডের ইনিংস, ৪ উইকেট জাদেজার, শুরুতেই ফিরলেন রোহিতও
দ্বিতীয় ঘটনাটি ঘটে যশস্বী জয়সওয়ালের ব্যাট করার সময়। ওলি রবিনসনের বলে ব্যাট চালান যশস্বী। উইকেটের পিছনে থাকা বেন ফোকস ক্যাচ নেন। তবে, ক্যাচ নিয়ে সন্দেহ ছিল। তবুও সেলিব্রেশনে মেতে ওঠে ইংল্যান্ড। পরে তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে নোট আউট বলেন। এই সিদ্ধান্তে অবাক হন বেন স্টোকসরা। কিন্তু তাঁদের এহেন ব্যবহারে প্রশ্ন ওঠে।