ধর্মশালায় শুরু ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট । টস জিতলেন অধিনায়ক বেন স্টোকস । প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড । রোহিত জানিয়েছেন, টস জিতলে তিনিও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন । কিন্তু, ভাগ্য সহায় ছিল না । তাই ভারত শুরুতে বল করবে । অন্যদিকে, ভারতীয় দলে দু'টি পরিবর্তন করা হয়েছে ।
ধর্মশালার টেস্টে ভারতের প্রথম একাদশে জায়গা করে নিয়েছে দেবদত্ত পড়িক্কল । অনুশীলনে চোট পেয়েছেন রজত রজত পটীদার । তাই তাঁর বদলে দলে এসেছেন পড়িক্কল । অন্যদিকে, দলে ফিরেছেন যশপ্রীত বুমরাও । উল্লেখ্য, এদিন ধর্মশালায় শততম টেস্ট খেলবেন অশ্বিন ।