কোচ গৌতম গম্ভীরের অভিষেক ম্যাচে জয় উপহার ভারতীয় টিমের । শ্রীলঙ্কার বিরুদ্ধে ১-০-তে এগিয়ে গেলেন সূর্যকুমার যাদবরা । শ্রীলঙ্কাকে ২১৪ রানের টার্গেট দিয়েছিল ভারত । চার বল বাকি থাকতেই মাত্রা ১৭০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা । শুভমন গিল ও জয়সওয়ালের দুর্দান্ত ওপেনিং, সূর্যকুমারের ঝোড়ো ব্যাটিং, পন্থের আক্রমণাত্মক শটে শ্রীলঙ্কাকে হারিয়ে ৪৩ রানে ম্যাচ জেতে ভারত ।
টস জিতে শনিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা । শুরুটা ভালই হয় ভারতের । চেনা ছন্দেই দেখা গেল দুই ওপেনার শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালকে । ৭৪ রানের জুটি গড়েন তাঁরা । পাওয়ার প্লে-র শেষ বলে আউট হন শুভমন । তার কিছু সময়ের মধ্যেই আউট হন ওপেনার যশস্বী । গিলের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ৩৪ রান। উল্টো দিকে জয়সওয়ালের অবদান ২১ বলে ৪০ ।
ওপেনার জুটি ভাঙলেও, বড় রানের নতুন জুটি গড়লেন সূর্যকুমার যাদব ও ঋষভ পন্থ । তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ে কার্যত উড়ে গিয়েছেন শ্রীলঙ্কার স্পিনাররা । অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ ছিল সূর্যকুমার যাদবের । আর প্রথম ম্যাচেই হাফ সেঞ্চুরি করলেন স্কাই । ২৬ বলে ৫৮ রান করেন তিনি । সূর্য আউট হওয়ার পর একের পর এক উইকেট পড়তে শুরু করে । রান পাননি হার্দিক পাণ্ড্য, রিঙ্কু সিং, রিয়ান পরাগরা । ক্রিজে লড়ছিলেন পন্থ । কিন্তু, মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি হয়নি । ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করে ভারত ।
২১৪ রান তাড়া করতে নেমে শুরুটা ভালই হয়েছিল শ্রীলঙ্কার । ভারতের মতো শ্রীলঙ্কার দুই ওপেনার জুটি দলকে ৮৪ রান উপহার দেয় । রোখা যাচ্ছিল না পাথুম নিসঙ্ক ও কুশল মেন্ডিস । অবশেষে আর্শদীপের বলে তাঁদের জুটি ভাঙে । আউট হন মেন্ডিস । তারপরেও রোখা যাচ্ছিল না শ্রীলঙ্কাকে । একদিকে নিসঙ্ক বল পেটাচ্ছেন, অন্যদিকে ভারতীয় কোনও বোলারই উইকেট তুলতে পারছিলেন না । অবশেষে অক্ষরের বলে আউট হন নিসঙ্ক। ৪৮ বলে ৭৯ রান করেন তিনি ।
নিসঙ্কের আউট হওয়ার পরই শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ ভাঙতে থাকে । নিসঙ্কের পর আর কেউই সেভাবে থিতু হতে পারলেন না । একের পর এক উইকেট হারিয়ে ১৭০ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা । ৩ উইকেট নেন পরাগ। অক্ষর ও আরশদীপ ২টি করে এবং সিরাজ ও বিষ্ণোই ১টি করে উইকেট নিয়েছেন ।