১১ রানের জন্য সেঞ্চুরি মিস অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane)। হাফসেঞ্চরি শার্দুল ঠাকুরের। কিন্তু রাহানে ও শার্দুলের পার্টনারশিপেই ফলো-অন বাঁচাল ভারত। প্রথম ইনিংসে ২৯৬ রানে অলআউট টিম ইন্ডিয়া। ৩ উইকেট নিলেন অধিনায়ক প্যাট কামিন্স।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিন ১৭৭ রানের লিড নিয়ে ব্যাট করতে নামল অস্ট্রেলিয়া। শুরুতেই উইকেট তুলে ঝটকা দিল ভারত। উইকেট পেলেন মহম্মদ সিরাজ।
আরও পড়ুন: গ্রিন টপে কে বলল স্পিনার নেওয়া যায় না, লিয়নের প্রশংসা করে অশ্বিনের হয়ে সওয়াল সৌরভের
শুক্রবার সকালে ওভাল ক্রিকেট গ্রাউন্ডে শুরুতেই শ্রীকর ভারতের উইকেট হারায় ভারত। এরপরই ক্রিজে আসেন শার্দুল। ১০৯ রানের পার্টনারশিপ করেন তাঁরা। ৮৯ রান করে ফেরেন রাহানে। ৫১ রান শার্দুল ঠাকুরের। বৃহস্পতিবার ৫ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত।