বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে ভারতও। রবিবার T20 বিশ্বকাপের ফাইনালে কি ফের মহারণ! অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। রবিবার মেলবোর্নে T20 বিশ্বকাপের মেগা ফাইনাল। ১৪ বছর আগের স্মৃতি কি ফিরবে! ২০০৭ সালে প্রথম T20 বিশ্বকাপে ফাইনালে উঠেছিল দুই টিম। ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ভারত।
গ্রুপ ১ থেকে প্রথমেই নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সেমিফাইনালে উঠেছে। গ্রুপ ২ থেকে সেমিফাইনালে ভারত ও পাকিস্তান। আগামী ৯ নভেম্বর সিডনিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে পাকিস্তান। আগামী ১০ নভেম্বর ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। সেমিফাইনালের লড়াই সহজ হবে না। তা ভাল করেই জানেন প্রত্যেক টিম। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে হারাতে পারলেই ফের ফাইনালে মুখোমুখি হতে পারে চির প্রতিপক্ষ ভারত-পাকিস্তান।
২০০৭ সালে T20 বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। সেবার স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং।
শেষবার ২০১২ সালে T20 বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছে ভারত। সেই ম্যাচে জেতে ভারত। ২০১০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হয় ভারতকে। দারুণ বল করেন হরভজন সিং।