খেলা শেষ। সেলফি শুরু। দক্ষিণ আফ্রিকার মাঠে মহিলাদের বিশ্বকাপে ( (T20 World Cup) ) ভারত-পাক (India vs Pakistan) ম্যাচের পর এটাই ছবি। আর সেই ছবিতেই দু'দেশের ক্রিকেটাররা মনে করিয়ে দিলেন প্রচলতি বাংলা গান বন্ধু চলের কিছু লাইন। বিসমা-জেমাইমাদের মধ্যে চলল দেদার হাসিঠাট্টা, মজা। তোলা হল সেলফিও। যে সৌজন্য বিনিময় দেখে বিন্দু মাত্র বোঝার উপায় নেই কিছুক্ষণ আগেই তাঁরা একে ওপরের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করছিলেন। যে ভিডিয়ো দেখে আপ্লুত নেটিজেনরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে রবিবার মুখোমুখি হয়েছিল ভারত-পাক দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জেমাইমা রডরিগেজ ও রিচা ঘোষের ইনিংসের ভর করে শেষ হাসি হাসেন হরমনপ্রীত কৌররা।
আরও পড়ুন- মেয়েদের আইপিএলে বেঙ্গালুরুতে যোগ স্মৃতি মান্ধানার, হরমনপ্রীত কৌরকে কিনল মুম্বই
আর ম্যাচের পরেই মজা, হাসিঠাট্টায় মেতে উঠলেন রিচা-আয়েশারা। চাপ ভুলে খোশমেজাজেই কাটালেন দুই দলের ক্রিকেটাররা। সই করা জার্সিও তুলে দিলেন বিপক্ষের হাতে।