দিল্লি টেস্টে জয়ের কাছে ভারত। তবে ১১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে খুব অল্প রানেই ফিরেছেন দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা এবং কেএল রাহুল। নাগপুরের দিল্লি, ফের ব্যাটে রান নেই ভারতের সহ-অধিনায়কের। কোটালাতেও অজি স্পিন বুঝতে ব্যর্থ তিনি। এবার লায়নকে উইকেট দিয়ে এলেন রাহুল। দ্রুত রান তুলতে গিয়ে আউট হয়েছেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রানের মাইল ফলক তৈরি করেই আউট হয়েছেন বিরাটও। তাঁর অবদান ২০ রান।
এর আগে, তৃতীয় দিনের লাঞ্চের আগেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ১১৩ রানে। ৪২ রানে ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে একাই ধসিয়ে দিলেন রবীন্দ্র জাডেজা। ৬১ রানে ১ উইকেট এখান থেকেই কোটলায় তৃতীয় দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু জাডেজার স্পিনে অসহায় দেখাল অজি ব্যাটারদের।
যে পিচে দ্বিতীয় দিনে লায়ন খেলা দেখিয়েছিলেন, সেই পিচে রোহিতের অস্ত্র হলেন জাডেজা। শুরু থেকেই অজি ব্যাটারদের আক্রমণ করে গেলেন তিনি। তাঁর শিকার, লাবুসানে, হ্যান্ডকম্ব, অ্যালেক্স ক্যারি, অজি অধিনায়ক প্যাট কামিন্স, ন্যাথন লায়ন এবং কুনেম্যান। তবে কোটলায় তৃতীয় দিন অজিদের পতন শুরু হয় অশ্বিনের বলেই।