ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া কী পারবেন নিউজিল্যান্ডকে হারিয়ে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিততে ? আজ, বুধবার এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। যেখানে ম্যাচের আগে বিশ্বকাপজয়ী মেয়েদের যুব দলকে সংবর্ধনা দেবেন সচিন তেন্ডুলকর। তারপরেই শুরু হবে হার্দিক পান্ডিয়াদের সিরিজ বাঁচানোর লড়াই।
লখনউয়ে কঠিন পিচে কিউই বধ করে সিরিজে সমতায় ফিরেছে টিম ইন্ডিয়া। প্রবল সমালোচনাকে সামাল দিতে লখনউয়ের কিউটেরকে বরখাস্ত করা হয়েছে। তবে আমেদাবাদ বরাবর ব্যাটারদের স্বর্গ। এই মাঠ হার্দিকের কাছেও খুব প্রিয়। কারণ, আইপিএলে গুজরাতের হয়ে এই মাঠে অনেক ম্যাচ জিতেছেন তিনি। তাই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইশ গজ সম্পর্কে তিনি ওয়াকিবহল।
প্রথম একাদশে কী বদল ঘটবে ? বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ডবল সেঞ্চুরির পর আটকে গিয়েছে ইশান কিষানের ব্যাট। উল্টোদিকে রঞ্জি ট্রফিতে ৩৭৯ রান করে ফের ভারতীয় দলে ফিরেছেন পৃথ্বী শ। যিনি এখনও রিজার্ভ বেঞ্চেই বসে আছে। ফলে পরিবর্তন হলে, এই একটা জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে টসও বলে দিতে পারে এই ম্যাচের ভাগ্য কোন দিকে গড়াবে।