শান্ত থাকল না। যুদ্ধের আবহেই আজ, বৃহস্পতিবার থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। তার আগেই ঘোষণা করা হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দিন। ইংল্যান্ডের মাটিতে এই টেস্টের ফাইনাল শুরু ৭ জুন। লড়াই ভারত, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে। এই পরিস্থিতিতেই নাগপুরের পিচ নিয়ে অভিযোগ তুলল অস্ট্রেলিয়া।
শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। অ্যাডিলেডে ৩৬ রানের লজ্জা কাটিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল। এবার ঘরের মাঠেও সুযোগ ভারতের সামনে। বুমরা নেই। যা খানিকটা হলেও ভাবাচ্ছে অধিনায়ক রোহিত শর্মাকে। তবে প্রাক্তনদের পরামর্শ, এই অস্ট্রেলিয়াকে হারাতে তিন স্পিনার নিয়ে খেলতে হবে ভারতকে।
আর এখানেই অভিযোগ অজি ক্রিকেটারদের। বেশ কয়েকজনের আশঙ্কা নাগপুরের পিচে প্রথম দিন থেকে বল ঘুরতে পারে। কারণ, পিচের যা চরিত্র তাতে সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের শহর, এই মাঠ থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবসর। অনেক স্মৃতি আছে নাগপুরের। সেইমাঠেই আজ প্রথমদিনে নজর টস ও পিচের দিকে।