স্টেডিয়ামে মেরামতির জের। ধর্মশালা থেকে সরতে পারে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। এক জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হিমাচল ক্রিকেট সংস্থার কর্তাদের ইঙ্গিত পয়লা মার্চের মধ্যে স্টেডিয়ামে সংস্কারের কাজ সম্ভবত শেষ হবে না। তাই ধর্মশালার বদলে অন্য মাঠে সরতে পারে দ্বিতীয় টেস্টের খেলা। বোর্ড সূত্রে খবর, ইতিমধ্যেই বিশাখাপত্তনম, ইনদৌর, রাজকোটকে দ্বিতীয় টেস্টের জন্য স্ট্যান্ডবাই করা হয়েছে। রবিবার এই ব্যাপারে চূড়ান্ত নিতে চলেছে বোর্ড।
গত বছর ফেব্রুয়ারি মাসে শেষ ম্যাচ হয়েছিল ধর্মশালায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলছিল টিম ইন্ডিয়া। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রাথমিক সূচি প্রকাশে নাম ছিল ধর্মশালার। কিন্তু আগামী তিন সপ্তাহের মধ্যে স্টেডিয়ামের সংস্কারের কাজ শেষ হবে কীনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা দেখা দিয়েছে।
রবিবার হিমাচল প্রদেশ যাচ্ছে বিসিসিআইয়ের বিশেষ দল। মূলত পিচ এবং আউটফিল্ড দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে হিমাচলের কর্তাদের আশা, আগামী কয়েক দিনের মধ্যে তাঁরা মাঠ টেস্ট ম্যাচের জন্য তৈরি করে দিতে পারবেন।