মিশন ইনদৌর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার দরজা হোলকারের মাঠ থেকেই খুলতে পারে ভারতের সামনে। বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। সিরিজে ২-০ এগিয়ে রোহিত শর্মারা। হিসাব বলছে, এই টেস্ট জিতলেই আগামী জুন মাসে ওভালে হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট কনর্ফাম হয়ে যাবে টিম ইন্ডিয়ার সামনে। এখন প্রশ্ন হল, লোকেশ রাহুল থাকবেন, নাকি বসবেন ? ইঙ্গিত যা, তাতে মিডল অর্ডারে খেলতে পারেন কেএল রাহুল। রোহিতের পার্টনার হতে পারেন শুভমন গিল।
দিল্লি টেস্টের পর ১০ দিন কেটে গিয়েছে। ছুটি কাটিয়ে মাঠে ফিরছেন দু দেশের ক্রিকেটাররা। তবে এই সময়ে আলোচনার কেন্দ্রে ছিলেন একজনই। তিনি লোকেশ রাহুল। কেউ বলছেন, ইনদৌরে রাহুলকে বসিয়ে দিলেই ভাল। কেউ বলছেন, ঠিক আছে আরও একটু সুযোগ দেওয়া দরকার। এরমধ্যেই অবশ্য সহ-অধিনায়ক পদ থেকে লোকেশকে সরিয়ে দেওয়া হয়েছে। তাতে কী ব্যাটে রান ফিরবে ? রাহুল সম্পর্কে এমন গ্যারান্টি দিতে পারছেন না খোদ ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। সবাই বলছেন, ঠিক রানে ফিরবেন লোকেশ। তবে কবে, তা বলা সম্ভব হচ্ছে না।
উল্টোদিকে অস্ট্রেলিয়া যেন মিনি হাসপাতাল। অধিনায়ক দেশে বসে আছেন। ওয়ার্নার নেই। নেই আরও অনেকে। আশা ইনদৌরে খেলবেন মিচেল স্ট্রার্ক এবং ক্যামেরন গ্রিন। কিন্তু হোলকারের মাঠে অস্ট্রেলিয়ার নেতা কে ? টসের আগে উত্তর মিলতে পারে।