রাহুল প্রশ্নের মাঝে আজ, বুধবার ইনদৌরে নতুন রূপে স্টিভ স্মিথ। প্যাট কামিন্সের বদলে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন তিনি। বাকি দুটি টেস্টের মতো হোলকার স্টেডিয়ামেও ফ্যাক্টর হতে চলেছে টস। প্রথমে ব্যাট করলে এগিয়ে থাকার সুযোগ থাকবে। পরিসংখ্যান বলছে, ইনদৌরের এই মাঠে কোনও টেস্ট হারেনি ভারত। এই পরিস্থিতিতে ভারত অধিনায়ক রোহিত শর্মার কাছে সুযোগ তিন শূন্য ফলে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার।
ইনদৌরের হোলকার স্টেডিয়ামে কী খেলছেন লোকেশ রাহুল ? বাদ যাবেন এমনটা কিন্তু মনে করছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে ম্যাচ শুরুর আগে রাহুল খেলবেন এমনটাই জোর গলায় বলতে পারলেন না। তাঁর দাবি, স্কোয়াডে ১৭ জন ক্রিকেটার আছে। ম্যাচের সকালে প্রথম একাদশ দেখা যাবে। কারণ, তৃতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়া নয়, ভারতের মাথা ব্যথা ব্যটিং অর্ডারের দুটি জায়গাকে কেন্দ্র করে। এক রোহিতের সঙ্গে ওপেনার কে ? দুই, মিডল অর্ডারে কম্বিনেশন কী হবে ? ইঙ্গিত যা, তাতে শুভমন গিল তৃতীয় টেস্ট খেলতেই পারেন। সেক্ষেত্রে মিডল অর্ডারে খেলবেন রাহুল। বাদ যেতে পারেন শ্রেয়স আইয়ার।
মিশন ইনদৌর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার দরজা হোলকারের মাঠ থেকেই খুলতে পারে ভারতের সামনে। বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। সিরিজে ২-০ এগিয়ে রোহিত শর্মারা। হিসাব বলছে, এই টেস্ট জিতলেই আগামী জুন মাসে ওভালে হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট কনর্ফাম হয়ে যাবে টিম ইন্ডিয়ার সামনে। এখন প্রশ্ন হল, লোকেশ রাহুল থাকবেন, নাকি বসবেন ? ইঙ্গিত যা, তাতে মিডল অর্ডারে খেলতে পারেন কেএল রাহুল। রোহিতের পার্টনার হতে পারেন শুভমন গিল।
দিল্লি টেস্টের পর ১০ দিন কেটে গিয়েছে। ছুটি কাটিয়ে মাঠে ফিরছেন দু দেশের ক্রিকেটাররা। তবে এই সময়ে আলোচনার কেন্দ্রে ছিলেন একজনই। তিনি লোকেশ রাহুল। কেউ বলছেন, ইনদৌরে রাহুলকে বসিয়ে দিলেই ভাল। কেউ বলছেন, ঠিক আছে আরও একটু সুযোগ দেওয়া দরকার। এরমধ্যেই অবশ্য সহ-অধিনায়ক পদ থেকে লোকেশকে সরিয়ে দেওয়া হয়েছে। তাতে কী ব্যাটে রান ফিরবে ? রাহুল সম্পর্কে এমন গ্যারান্টি দিতে পারছেন না খোদ ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। সবাই বলছেন, ঠিক রানে ফিরবেন লোকেশ। তবে কবে, তা বলা সম্ভব হচ্ছে না।