শেষ বেলায় অধিনায়কের জোড়া উইকেট। ইংল্যান্ডের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারানোর হাতছানি ভারতীয় মহিলাদের কাছে। মুম্বইয়ে চারদিনের এই টেস্ট ম্যাচে দিনের শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ৪৬ রানে। ফলে শেষ দিনের সকালে অস্ট্রেলিয়াকে কত দ্রুত ভারত গুটিয়ে দিতে পারবে, তার উপর নির্ভর করছে ওয়াংখেড়ে টেস্টের ভাগ্য।
তৃতীয় দিনে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৪০৬ রানে। স্মৃতি, জেমাইমার পর ব্যাট হাতে এই ম্যাচেও কামাল করলেন দীপ্তি শর্মা। তাঁর অবদান ৭৮ রান। ৪৭ রান করে আউট হন পূজা বস্তাকার।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় অস্ট্রেলিয়া। দিনের শেষে তাদের স্কোর পাঁচ উইকেটে ২৩৩ রান। দ্বিতীয় ইনিংসের ভারতের হয়ে দুটি করে উইকেট পূজা ও অধিনায়ক হরমনপ্রীতের।