আইসিসি (ICC) যুব বিশ্বকাপের ফাইনালে ভারত! বিশ্বকাপ ছুঁতে প্রয়োজন আর মাত্র একটি জয়। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (Under-19 World Cup) সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে (Australia) চূর্ণ করে ফাইনালে পৌঁছল ভারতীয় দল।
অধিনায়ক যশ ঢুলের দুরন্ত শতরান এবং শেখ রশিদের ৯৪ রানে ভর করে অস্ট্রেলিয়াকে ৯৬ রানে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে চলে গেল ভারত। আগামী শনিবার তারা ফাইনাল খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।
আরও পড়ুন: BCCI : বিরাটের শততম টেস্ট ম্যাচ কি বেঙ্গালুরুতে? দিনরাতের টেস্টের ভাবনা বোর্ডের
প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ২৯০ তুলেছিল ভারত। দুরন্ত খেলে ১০টি চার এবং একটি ছক্কার সাহায্যে ১১০ বলে ১১০ রান করে ফিরে যান যশ। ১০৮ বলে ৯৪ করেন রশিদ। জবাবে অস্ট্রেলিয়া শেষ ১৯৪ রানে।