বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের খেলা কার্যত নিশ্চিত। দিল্লিতে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে সেই রাস্তা আরও একটু মসৃণ করল রোহিত শর্মার দল। সাড়ে তিন দিনেই শেষ হয়ে গেল সিরিজের দ্বিতীয় টেস্ট। ১১৫ রান তাড়া করতে ভারত জিতল অজি ঘূর্ণি সামলে। তবে চতুর্থ ইনিংসে রোহিত শর্মাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল না কোটলার বাইশ গজ। বরং এই পিচেও যে স্বাভাবিক ব্যাট করা যা, তা দ্বিতীয় ইনিংসে দেখালেন রোহিত থেকে বিরাটরা। শততম টেস্টে প্রথম ইনিংসে শূন্য করেছিলেন। দ্বিতীয় ইনিংসে সেই পুরনো মেজাজে পূজারা।
এর আগে, তৃতীয় দিনের লাঞ্চের আগেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ১১৩ রানে। ৪২ রানে ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে একাই ধসিয়ে দিলেন রবীন্দ্র জাডেজা। ৬১ রানে ১ উইকেট এখান থেকেই কোটলায় তৃতীয় দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু জাডেজার স্পিনে অসহায় দেখাল অজি ব্যাটারদের।
যে পিচে দ্বিতীয় দিনে লায়ন খেলা দেখিয়েছিলেন, সেই পিচে রোহিতের অস্ত্র হলেন জাডেজা। শুরু থেকেই অজি ব্যাটারদের আক্রমণ করে গেলেন তিনি। তাঁর শিকার, লাবুসানে, হ্যান্ডকম্ব, অ্যালেক্স ক্যারি, অজি অধিনায়ক প্যাট কামিন্স, ন্যাথন লায়ন এবং কুনেম্যান। তবে কোটলায় তৃতীয় দিন অজিদের পতন শুরু হয় অশ্বিনের বলেই।
দিল্লি অতীত। এবার সামনে ইনদৌর। হোলকারের স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই জুন মাসে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাকা করবে টিম ইন্ডিয়া।