৪৩৪ রানে রেকর্ড জয়। ইংল্যান্ডকে ১২২ রানে গুটিয়ে দিয়ে রাজকোট থেকে সিরিজ ২-১ করে ফেলল ভারত। চতুর্থ দিনে ইংল্যান্ডের সামনে ৫৫৭ রানের টার্গেট দিয়েছিল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে এই টেস্টে শতরানের পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা। তবে, রাজকোট স্মরণীয় হয়ে রইল যশস্বী জয়সওয়ালের অপরাজিত ২১৪ রানের জন্য।
যশস্বীর ডবলের উপর দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে ৪৩০ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এরপর বল হাতে ৫০ রানের মধ্যেই ইংরেজদের অর্ধেক ইনিংস গুটিয়ে দেন জাডেজা এবং কুলদীপ। ৪১ রান দিয়ে পাঁচ উইকেট নেন ঘরের ছেলে। কুলদীপের অবদান ১৯ রানে দুই উইকেট।
এর আগে কিউইদের বিরুদ্ধে সবচেয়ে বড় রানে জয়ের নজির ছিল ভারতে। ৩৭২ রানে এই ম্যাচ জিতেছিল ভারত। এই জয়ের ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও একধাপ উঠল ভারত।