কুলদীপের পাঁচে বিধ্বস্ত একদিনের ক্রিকেটের এক নম্বর পাকিস্তান। সোমবার এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে সুপার ফোর শুরু করল টিম ইন্ডিয়া। ২৫ রানে পাঁচ উইকেট কুলদীপ যাদবের। ভারতের ৩৫৭ রানের শুরু থেকেই নড়ে যায় পাকিস্তান। হার্দিকের বলে বাবর আউট হতেই জয়ের গন্ধ পেয়ে যায় ভারত। ৩২ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
প্রায় দেড়দিন পর এশিয়া কাপে শুরু হয় ভারত-পাক মহারণ। প্রথম ব্যাট বিরাট-রাহুলের জোড়া শতরানে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫৬ রান খাড়া করে ভারত। তখনই ম্যাচের ভাগ্য কার্যত পরিস্কার হয়ে যায়। এদিকে হ্যারিস রউফের চোট। তার উপর আঙুলে চোট নিয়ে মাঠ ছাড়ে আর এক পাক বোলার নাসিম শাহ।
আরও পড়ুন : বিরাট-রাহুলের শতরান, পাকিস্তানের সামনে ৩৫৭ রানের টার্গেট রাখল ভারত
ব্যাট করতে নেমেই বুমরা এবং সিরাজের গতির সামনে নড়ে যান পাক ওপেনাররা। ইমামকে ফিরিয়ে প্রথম ঝটকা দেন বুমরা। হার্দিকের স্বপ্নের বলে পাক অধিনায়ক বাবর আজম ফিরতেই পাক বধের গন্ধ পেয়ে যান রোহিত শর্মা। যে পিচে পাক বোলাররা ঝুড়ি ঝুড়ি রান দিয়ে গেলেন, সেই পিচেই পাক ব্যাটারদের ঘোল খাইয়ে ছেড়ে দিলেন কুলদীপ।
বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে এই বিশাল জয় নিঃসন্দেহে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিল। ২৪ ঘণ্টার কম সময়ে মঙ্গলবার ফের একটা ম্যাচ। এশিয়া কাপে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই ম্যাচ জিতলে ফাইনালে ওঠার রাস্তায় এগিয়ে থাকবেন রোহিত শর্মারা।