তিন দশকে এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটি থেকে টেস্ট সিরিজ বাঁচিয়ে দেশে ফিরছে বিশ্বের এক নম্বর টেস্ট দল ভারত। কেপটাউনে শেষে দ্বিতীয় টেস্ট জিততে ভারতের দরকার ছিল ৭৯ রান। দেড় দিনে টেস্ট ম্যাচ শেষ করেই দেশে ফিরছেন রোহিত শর্মারা। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ১৭৬ রানে। এই ইনিংসে ভারতের হয়ে ছটি উইকেট নেন সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা।
তিন উইকেটে ৬২ রান। এখান থেকেই দ্বিতীয় দিন শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার। নিউল্যান্ডের যে পিচে সবাই কার্যত তুরকি নাচন নাচলেন, সেখানে শতরান করে আউট হলেন মার্কাম। ১০৩ বলে তাঁর ১০৬ রানের ইনিংস দ্বিতীয় টেস্ট লিড দিল প্রোটিয়া বাহিনীকে। তাঁর আউটের পরেই কার্যত ধসে যায় দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় ইনিংসে বুমরার প্রাপ্তি ৬১ রান দিয়ে ছয় উইকেট। ৫৬ রান দিয়ে দুটি উইকেট মুকেশ কুমারের। এই প্রথম বিদেশের মাটিতে কোনও টেস্ট বল করতে হয়নি ভারতের কোনও স্পিনারকে।