হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সে ইংল্যান্ডকে প্রথম T20 ম্যাচে ৫০ রানে হারাল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে ১৯৯ রানের টার্গেট দেয় ভারত। রান তাড়া করতে নেমে ১৪৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
এদিন সাউদাম্পটনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। ইশান কিষাণ তাড়াতাড়ি ফিরলেও ১৪ বলে ২৪ রান করেন রোহিত। দীপক হুডা মাত্র ১৭ বলে ৩৩ রান করেন। ১৯ বলে ৩৯ রান করেন সূর্যকুমার। এরপরই ক্রিজে আসেন হার্দিক পান্ডিয়া। ৩৩ বলে ৫১ রান করেন তিনি। T20 আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তাঁর প্রথম হাফসেঞ্চুরি। ১৯৮ রান তোলে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: 'মহারাজা তোমারে সেলাম'! হাফসেঞ্চুরিতেও সৌরভের দাদাগিরি জারি
ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ভুবনেশ্বর কুমারের ডেলিভারিতে প্রথম বলেই আউট হয়ে ফেরেন জস বাটলার। এরপর ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন, জেসন রায়, তিন টপ অর্ডারের ব্যাটসম্যানকে তুলে নেন হার্দিক। হাফসেঞ্চুরি করার পর এদিন ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। যুজভেন্দ্র চাহাল ও আর্শদীপ সিং ২টি করে উইকেট নিয়েছেন।