এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে হংকংকে ৪০ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেল টিম ইন্ডিয়া (Team India)। ভারতের হয়ে ২৬ বলে ৬৮ রান করলেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। ৩১তম হাফসেঞ্চুরি করলেন বিরাট কোহলি (Virat Kohli)।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় হংকং। দীর্ঘদিন পর রানে ফেরেন কেএল রাহুল। ৩৯ বলে ৩৬ রান করেন তিনি। ২১ রানে প্যাভিলিয়ান ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু এরপরই খেলা ধরে নেন সূর্যকুমার যাদব ও বিরাট কোহলি। হংকংয়ের বোলারদের বিরুদ্ধে জ্বলে ওঠে সূর্যকুমারের ব্যাট। মাত্র ২৬ বলে ৬৮ করে অপরাজিত ছিলেন তিনি। দীর্ঘদিনের খারাপ ফর্ম কাটিয়ে হাফসেঞ্চুরি পান বিরাটও। ৪৪ বলে ৫৯ রান করেন তিনি। ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯২ রান করে ভারত।
আরও পড়ুন: ২-০ গোলে জয় এটিকে মোহনবাগান, নৌ-সেনাকে হারিয়ে আশা জিইয়ে রাখলেন ফেরান্দোরা
জবাবে ব্যাট করতে নেমে প্রথমে তিনটি উইকেট হারালেও লড়াইয়ে ফেরে হংকংও। ৪১ রান করেন বাবর হায়াত। কিঞ্চিত শাহ করেন ২৮ বলে ৩০ রান। জিশান আলি ও স্কট ম্যাককিঞ্চি শেষের দিকে চেষ্টা করলেও রানতাড়া করতে ব্যর্থ হয় হংকং। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রানে শেষ হয় হংকংয়ের ইনিংস।