T20 বিশ্বকাপের (T20 World Cup 2022) দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডের (Netherland) বিরুদ্ধে ৫৬ রানে জয় টিম ইন্ডিয়ার। বিরাট, রোহিত ও সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দারুণ ইনিংসে ১৭৯ রান তোলে ভারত। রান তাড়া করতে নেমে ১২৩ রানে শেষ হয়ে যায় নেদারল্যান্ডের ইনিংস। ২টি করে উইকেট তুলে নিয়েছেন ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, অক্সর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন। একটি উইকেট পেয়েছেন মহম্মদ শামি।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দীর্ঘদিন পর রানে ফেরেন রোহিত। ৩৯ বলে ৫৩ রান করেন হিটম্যান। তবে পাকিস্তান ম্যাচে ৫৩ বলে ৮২ রানের ইনিংসের পর ফের দারুণ ইনিংস এল বিরাটের ব্যাট থেকে। নেদারল্যান্ডের বিরুদ্ধে তিনি ৪৪ বলে ৬২ রান করেন কিং কোহলি। সেই ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়। ২৫ বলে ৫১ রান করেন সূর্যকুমার যাদব। ম্যাচের শেষে অপরাজিত থাকলেন দুজনেই। ২০ ওভারে ১৭৯ রান তোলে ভারত।
আরও পড়ুন: নেদারল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের
জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নেদারল্যান্ডের ব্যাটিং লাইন আপ। ম্যাক্স ও'ডাউড, বাস ডি লিড ও অ্যাকারম্যানরা লড়াই করার চেষ্টা করেন। যদিও সাফল্য পাননি তাঁরা।