এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে অলওভার পারফরম্যান্স হার্দিক পান্ডিয়ার। প্রথমে ৩ উইকেট, পরে ফিনিশিং ইনিংস। ২ বল বাকি থাকতে পাকিস্তানকে ৫ উইকেটে হারাল ভারত। তখন ১৪৮ রান তাড়া করতে নেমে আউট হয়ে ফিরেছেন ভারতীয় ব্যাটিং লাইন-আপের রথী-মহারথীরা। ক্রিজে আসেন রবীন্দ্র জাদেজা। শান্ত মাথায় রান তাড়া করে হার্দিক-জাদেজা জুটি। জাদেজা আউট হলেও ১৭ বলে ৩৩ রান করে ম্যাচ শেষ করলেন হার্দিক পান্ডিয়া।
পাকিস্তান ম্যাচ মানেই স্নায়ুযুদ্ধের লড়াই। পাকিস্তানের হয়ে অভিষেক করেন ১৯ বছরের পেসার নাসিম শাহ। প্রথম ওভারেই সাফল্য। শূন্য রানে ফেরেন কে এল রাহুল। মহম্মদ নাওয়াজের ডেলিভারিতে ১২ রানে ফেরেন রোহিত শর্মা। ৩৪ বলে ৩৫ রান করে নাওয়াজের ডেলিভারিতেই ফেরেন বিরাট কোহলিও। দীর্ঘদিন বিশ্রামের পর মাঠে নেমেও বড় রান পেলেন না বিরাট। ৫৩ রানে ৩ উইকেট হারায় ভারত। এরপরই ম্যাচ ধরে নেন রবীন্দ্র জাদেজা ও সূর্যকুমার যাদব। কিন্তু ফের জ্বলে ওঠেন পাক পেসার নাসিম শাহ। ১৮ রানে ফেরেন সূর্যকুমার যাদব। সেখান থেকে লড়াই করেন হার্দিক ও জাদেজা। ২৯ বলে ৩৫ রান করেন রবীন্দ্র জাদেজা। আর ৩৩ রান করে ম্যাচ জিতিয়ে ফিরলেন হার্দিক।
আরও পড়ুন: পাকিস্তান ম্যাচে ৪ উইকেটে নিয়ে নায়ক ভুবি, ৩ উইকেট হার্দিকের, রোহিতদের প্রয়োজন ১৪৮ রান
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং। ভুবনেশ্বর কুমারের ডেলিভারিতে ১০ রানে ফেরেন অধিনায়ক বাবর আজম। আবেশ খান ১০ রানে ফেরান ফাখর জামানকে। ২৮ রান করেন ইফতিকার আহমেদ। হার্দিক পান্ডিয়ার ডেলিভারিতে ফেরেন তিনি। চার উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। তিন উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ২ উইকেট নেন আর্শদীপ সিং ও উইকেট নেন আবেশ খান। শেষ উইকেটে হরিশ রাউফ ও শাহনাওয়াজ দাহানির ঝোড়ো ইনিংসে স্কোরবোর্ডে ১৪৭ রান তোলে পাকিস্তান।