প্রথম T20 ম্যাচে ৮ উইকেটে জয় ভারতের। সূর্যকুমার যাদবের ব্যাটিং ও আর্শদীপ সিংয়ের বোলিংয়ে ম্যাচ জিতল রোহিত ব্রিগেড। ২০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া।
এদিন ম্যাচের প্রথম চার ওভারে ধসে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয তিরুঅনন্তপুরমের পিচে ভারতীয় বোলারদের সুইংয়ের সামনে দাঁড়াতে পারেননি কোনও প্রোটিয় ব্যাটসম্যান। প্রথম চার ওভারে ৫ উইকেট হারায় তাঁরা। এক ওভারে ৩ উইকেট তুলে নিয়ে নজির গড়েন আর্শদীপ। কুইন্টন ডি কক, ডেভিড মিলার, স্টাবস, রিলি রাসৌরা ফিরে গিয়েছেন প্রথমেই। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তোলে ১০৬ রান।
আরও পড়ুন: কলকাতা ফুটবল লিগে আজ ফের ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ এরিয়ান, জয় চান লাল-হলুদ সমর্থকরা
জবাবে ব্যাট করতে নেমে হাফসেঞ্চুরি করেন কেএল রাহুল। রোহিত ও বিরাট তাড়াতাড়ি প্যাভিলিয়ানে ফিরলেও ৩৩ বলে ৫০ রানের ইনিংস আসে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। ১৬.৪ ওভারেই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।