শ্রেয়স আইয়ারের সেঞ্চুরি ও ম্যাচ ফিনিশিং ইনিংস। আর ইশান কিষাণের ৯৩ রানের ইনিংস। জোড়া ব্যাটে ভর করে লক্ষ্মীপুজোর দিন দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ৩ উইকেট নেন মহম্মদ সিরাজও।
এদিন রাঁচিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। রিজ়া হেনরিক্স ও আইডেন মারক্রমের পার্টনারশিপে বড় রান তোলে তাঁরা। ৭৪ রান করেন হেনরিক্স। মারক্রমের ব্যাট থেকে আসে ৭৯ রান। ৩৫ রানে অপরাজিত ছিলেন ডেভিড মিলার। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
ভারতের ওপেনিং জুটি ব্যর্থ হলেও খেলা ধরে নেন ইশান ও শ্রেয়স। তৃতীয় উইকেটে ১৬১ রানের পার্টনারশিপ ম্যাচ ঘুরিয়ে দেয়। সেঞ্চুরি না পেয়ে ইশান ফিরলেও থেকে যান শ্রেয়স। ১১১ বলে ১১৩ রান করে ম্যাচ জিতিয়ে ফেরেন তিনি। ৪৫.৫ ওভারেই খেলা শেষ করে ফেলে টিম ইন্ডিয়া।