IND VS WI : যশস্বী-শুভমনের দুরন্ত ইনিংস, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

Updated : Aug 13, 2023 10:31
|
Editorji News Desk

একদিকে হকি, আরেকদিকে ক্রিকেট । শনিবার ছিল ভারতীয়দের জন্য গর্বের দিন । এদিন, হকি চ্যাম্পিয়ন হয় ভারত । হকির পাশাপাশি, ক্রিকেটেও বাজিমাত করল ভারতীয় দল । ৯ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে (India Vs West Indies) হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত । আজ, পঞ্চম ম্যাচেই জানা যাবে, কে অবশেষে জিতবে সিরিজ (India beats West Indies) । 

এদিন ভারতের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ । যার ফলে কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল । যদিও, যশস্বী ও শুভমন আক্রমণাত্মক ব্যাটিং শেষপর্যন্ত জয় এনে দিল ভারতকে । দু'জনেই অর্ধশতরান করেন । ১৮ বল বাকি থাকতেই ১৮০ রানে টার্গেট পূরণ করলেন হার্দিক পাণ্ডিয়ারা ।  

শনিবার টসে জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ । শুরুটা ভালই করেছিলেন ক্যারিবিয়ানরা । প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন ওপেনার কাইল মেয়ার্স ও ব্রেন্ডন কিং । কিন্তু, পাওয়ার প্লে-র মধ্যেই দু'জনের উইকেট তুলে নেন আর্শদীপ সিং । 

আরও পড়ুন, Asian Champions Trophy : চতুর্থবার এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন ভারত, মালয়েশিয়াকে হারাল ৪-৩ গোলে
 

কুলদীপের বোলিংয়ে এক ওভারেই দু'টি উইকেট পড়ে ওয়েস্ট ইন্ডিজের । শেষ পর্যন্ত দলকে এগিয়ে নিয়ে যান শিমরন হেটমেয়ার । অর্ধশতরান করেন তিনি । শেষ ওভারে ৬১ রান করে আউট হন হেটমেয়ার। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ । 

ম্যাচে আরশদীপ ৩টি, কুলদীপ ২টি এবং ১টি করে উইকেট নেন অক্ষর পটেল, যুজবেন্দ্র চহাল ও মুকেশ কুমার ।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল ভারত । যশ্বসী-শুভমনের জুটিতে ১০ ওভারের মধ্যেই ১০০ রান পেরিয়ে যায় ভারত । প্রায় শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন তাঁরা । যদিও, শেষদিকে আউট হয়ে যান শুভমন । ৪৭ বলে ৭৭ রান করেন তিনি । ব্যস আর কোনও উইকেট পড়েনি ভারতের । ৮৪ রানে অপরাজিত থাকেন যশ্বসী । শেষপর্যন্ত ৯ উইকেটে ম্যাচ জেতে ভারত ।  

INDIA

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের