ইনদৌর টেস্টে ১০৯ রানে অলআউট হয়ে গেল ভারত। তৃতীয় টেস্টের প্রথম দিনে ভারতীয় ব্যাটিং দীর্ঘ হল মাত্র লাঞ্চের পরের একঘণ্টা পর্যন্ত। তিন অজি স্পিনার মিলেই গিলে খেয়ে নিল রোহিত শর্মাদের ব্যাটিংকে। ১৬ রানে ৫ উইকেট নিলে ম্যাথু কুনেম্যান। তিন উইকেট ন্যাথন লায়নের। মার্ফির ঝুলিতে এক উইকেট। ভারতের হয়ে সর্বোচ্চ ২২ বিরাট কোহলির।
হোলকারের মাঠে দুটি পরিবর্তন। রাহুলের বদলি শুভমন গিল। আর শামির বদলে উমেশ যাদব। তাতেও ব্যাটিং দূর্গের পতন রোখা গেল না। এই ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর পুরনো অস্ত্র মিচেল স্ট্রার্ককে শুরু থেকেই রোহিতের পিছনে লেলিয়ে দেন তিনি। সঙ্গে ছিলেন ক্যামরন গ্রিন। কিন্তু ভাঙন শুরু হয় লায়ন আসতেই।
নাগপুর টেস্টেই আগেই অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হয়েছিল ম্যাথু কুনেম্যানকে। নাগপুরেও ভারতীয় ব্যাটিংকে বিব্রত করেছিলেন এই অজি স্পিনার। ইনদৌরে শুরু থেকে তাঁকে সামলাতে ব্যর্থ রোহিত থেকে বিরাট। যদিও কোহলি আউট হয়েছেন মার্ফির বলে। শেষবেলায় উমেশ যাদব ১৩ বলে ১৭ রান না করলে ১০০ রানের আগেই অলআউট হয়ে যেতে পারত ভারত।